আসাদুজ্জামান পাভেল, ডিমলা (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডিমলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিশ্ব কৃষি ও খাদ্য সংস্থা-ডিএই, ঢাকা খামারবাড়ি এর অর্থায়নে ভুট্টার ফল আর্মিওয়ার্ম পোকার ব্যবস্থাপনা বিষয়ে দক্ষতাবৃদ্ধির লক্ষে ইমাম-পুরোহিতদের মাঝে দিনব্যপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
বুধবার (১৬-সেপ্টেম্বর) দিনব্যাপী উপজেলা কৃষি ভবনের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন ইমাম ও পুরোহিতকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার কনক চন্দ্র রায় ও শহীদুল ইসলামের সঞ্চলনায় উক্ত প্রশিক্ষনের মূল বিষয়ে আলোচনা এবং স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো: সেকেন্দার আলী। অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ী’র উপ-পরিচালক মোঃ ওবায়দুর রহমান মন্ডল, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) মোছাঃ হোমায়রা মন্ডল।
দিনব্যপী প্রশিক্ষণে প্রশিক্ষনার্থীরা হাতে-কলমে এবং ভিডিও প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণ গ্রহণ করে। প্রশিক্ষনার্থীদের মধ্যে কয়েকজন ব্যক্তি বলেন, আমরা এ প্রশিক্ষণ পেয়ে অনেক উপকৃত হলাম। তারা আরো বলেন, বর্তমান আমাদের দেশে ভুট্টার চাষ করে বিদেশে রপ্তানী করছে সরকার। তাই ভুট্টার ভাল ফলন ফলাতে ভুট্টার জীবনচক্র ও ভুট্টার ক্ষতি, ফল আর্মিওয়ার্ম বালাই ব্যবস্থাপনার বিষয়ে যে প্রশিক্ষণ আজ গ্রহণ করলাম তা এলাকার সাধারণ কৃষকের মাঝে ছড়িয়ে দিলে ভুট্টার ফল আর্মিওয়ার্ম রোগ প্রতিরোধ করা খুব সহজ হবে।