ডেঙ্গুর প্রকোপ কমাতে এবার জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে ঢাকার দুই সিটি করপোরেশন।
বুধবার (২৮ জুলাই) সকালে ডেঙ্গু বিষয়ে জনসচেতনতায় মোহাম্মদপুরে র্যালির আয়োজন করে উত্তর সিটি করপোরেশন। এতে যোগ দেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপসও। সেখানে জনসচেতনতা কার্যক্রমে যোগ দেন নাট্য ব্যক্তিত্বরাও।
উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, গত মে মাস থেকেই ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করা হচ্ছে। এর আগে রাজধানীর কদমতলীতে ম্যাচ কলোনি এলাকার সড়ক পরিদর্শন করেন দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ঘরে ঘরে গিয়ে মশা নিধন করা সম্ভব না, তবে নাগরিকদের তথ্য দিয়ে সহায়তা করতে হবে।
Jam/N