domar

ডেস্ক রিপোর্টঃ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় ৪৫ তম হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড-এর সহযোগিতায় ওই কর্মসূচির আয়োজন করে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
সকালে শহীদ ধীরাজ-মিজান স্মৃতি পাঠাগার ও মিলনায়তন চত্বর থেকে ব্যানার ফেস্টুন সহকারে মুক্তিযোদ্ধা, সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধার সন্তান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ওই মিলনায়তন চত্বরে শেষ হয়।
পরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরননবীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোছা. সাবিহা সুলতানা প্রধান অতিথি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বনুনিয়া, পৌর মেয়র আলহাজ মনছুরুল ইসলাম দানু, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মো. ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক খায়রুল আলম বাবুল, সদর ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কামান্ডের আহবায়ক হাফিজুর রশিদ মঞ্জু, উপজেলা সহকারী মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াছ হোসেন, মুক্তিযোদ্ধা শমছের আলী, সন্তান কমান্ডের আহবায়ক আল-আমীন রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠান শুরুর আগে পবিত্র কোরআন তেলোয়াত, শহীদদের আত্মার মাগফেরাত কামনা, দোয়া মাহফিল ও নীরবতা পালন করা হয়।

বি/এস/এস/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে