গোলাপগঞ্জ থেকে, আজিজ খান: গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে প্রথম প্রাথমিক মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগ তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি বলেছেন, শিক্ষার মানোন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যোগ গুলো সত্যিই প্রশংসার দাবীদার। আমাদের নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে উচ্চ শিখরে পৌঁছাতে বেসরকারী বৃত্তি পরীক্ষা গুলো অগ্রণী ভূমিকা রাখছে।
মেধাবৃত্তি পরিচালনা কমিটির উপদেষ্টা, ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মো. রেজাউল আমীনের সভাপতিত্বে ও বৃত্তি পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক ইমরান আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, সিলেট মেট্রোসিটি উইমেন্স কলেজের চেয়ারম্যান মুছলেহ উদ্দিন খান, আমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহেল আহমদ, সাংবাদিক অজামিল চন্দ্র নাথ।
মিছবাহ উদ্দিনের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেধাবৃত্তি পরীক্ষার পরীক্ষা নিয়ন্ত্রক প্রভাষক মো. আলমগীর ঈমানী। বক্তব্য রাখেন অভিভাবকদের পক্ষ থেকে সহকারী অধ্যাপক খালেদা খানম ডলি, সাংবাদিক গোলাম দস্তগীর খান ছামিন, ইউপি সদস্য আমান উদ্দিন, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজী ইসমতি জাহান, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য আহবাব হোসেন, মিটু কান্তি দেব, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ইশরাক ইনকিয়াদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল মুতলিব ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান আনোয়ার আলমগীর, বিশিষ্ট সমাজসেবী আক্তার হোসেন, আল-এমদাদ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী লিয়াকত আলী, সমাজসেবী আজির উদ্দিন, সংগঠক এমরান আহমদ, সাংবাদিক হারিছ আলী, ইউপি সদস্য হোসাইন আহমদ, ট্রাস্টের কোষাধ্যক্ষ আনোয়ার মাছুম, আছিয়া কুতুব ফাউন্ডেশনের পরিচালক আব্দুর রাজ্জাক, আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি আনোয়ার হুমায়ূন, সদস্য সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক শাহরিয়ার হোসেন, শিক্ষিকা লোপা বেগম, ট্রাস্টের সদস্য অলিদুর রহমান জাবেদ প্রমুখ।