ডেস্ক রিপোর্ট : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সরকারের নানামুখী পদক্ষেপের কারণে তথ্য প্রযুক্তি খাতে বিশ্বমানের কর্মসংস্থান এখন বাংলাদেশে। বিগত সাড়ে আট বছরে সরকার কর্মসংস্থানের এই প্লাটফর্ম তৈরী করেছে। আসন্ন অর্থ বছরে তথ্য প্রযুক্তি খাতে ১১ হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ দিয়েছে। প্রতিমন্ত্রী আজ রোববার দুপুরে নাটোর পৌরসভায় শেখ রাসেল ডিজিটাল ল্যাবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
প্রতিমন্ত্রী পলক বলেন, জনদূর্ভোগ কমিয়ে সেবার মান বৃদ্ধি এবং আতœনির্ভরশীল জাতি গঠনে চারটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এগুলো হচ্ছে-ই গর্ভনেন্স, দেশের চার কোটি ২৭ লাখ শিক্ষার্থীকে তথ্য প্রযুক্তি শিক্ষায় যোগ্য করে গড়ে তোলা, গ্রামীণ জনপদে উচ্চ গতির ইন্টারনেট সুবিধা পৌছে দিয়ে আউটসোর্সিং এর ক্ষেত্র তৈরী করা এবং ৫ হাজার ২৭২টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারে নাগরিক সেবা নিশ্চিত করা। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। এখন আর এদেশ প্রাকৃতিক দূর্যোগের দেশ কিংবা শ্রমজীবী জাতির বাংলাদেশ হিসাবে পরিচিত নয়। বাংলাদেশ এখন তথ্য প্রযুক্তির শিল্প দেশে পরিণত হয়েছে।
সারা দেশের মধ্যে সিংড়া এবং নাটোর পৌরসভায় চালু হওয়া শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সুফল মূল্যায়ন করে দেশের ৩২৬টি পৌরসভায় এই ল্যাব চালু করা হবে বলে প্রতিমন্ত্রী ঘোষণা করেন। নাটোর পৌরসভায় চালু হওয়া শেখ রাসেল ডিজিটাল ল্যাবে বিদ্যুত বিল পরিশোধ কার্যক্রম প্রত্যক্ষ করেন এবং এজেন্ট হিসাবে ব্যাংক এশিয়ার একাউন্ট খোলার কার্যক্রম উদ্বোধন করেন। তিনি ল্যাবের প্রশিক্ষণার্থীদের সাথে প্রশিক্ষণের গুনগত মানের ব্যাপারে খোঁজখবরও নেন।
পৌর মেয়র উমা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর সদর আসনের সংসদ সদস্য মো: শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য এডভোকেট আবুল কালাম আজাদ, জেলা প্রশাসক শাহিনা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সাজেদুর রহমান খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান ও প্যানেল মেয়র আরিফুর রহমান মাসুম।
বি/এস/এস/এন