বিডি নীয়ালা নিউজ(২ই মে১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ তুষারধসে মারা যাওয়ার ১৬ বছর পর হিমালয়ের একটি হিমবাহে দুজন মার্কিন পর্বতারোহীর মরদেহ পাওয়া গেছে।
বিশ্বখ্যাত পর্বতারোহী অ্যালেক্স লো তার ক্যামেরাম্যান ডেভিড ব্রিজেসকে নিয়ে ১৯৯৯ সালের অক্টোবরে ২৬,২৯০ ফুট উঁচু তিব্বতের শিশাপাংমা পর্বতারোহণের সময় তুষারচাপা পড়েন।
বরফে জমাট অবস্থায় গত সপ্তাহে এই দুজন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
লো-র স্ত্রী, জেনিফার লো-অ্যাংকার বলেছেন, তারা “কালের আবর্তে জমাট বেঁধে ছিলেন”।
৪০ বছর বয়স্ক লো-কে তার প্রজন্মের শ্রেষ্ঠ একজন পর্বতারোহী হিসেবে বিবেচনা করা হয় এবং বেশ কয়েকজন পর্বতারোহীর জীবন বাঁচানোর কারণে পর্বতারোহিদের মাঝেও তিনি বেশ সুপরিচিত।
লো এবং ব্রিজেস ছিলেন খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনেই বিশ্বের ১৪তম উঁচু পর্বত শিশামাংপাতে আরোহণের একটি নতুন পথ খোঁজার চেষ্টা করছিলেন।
গত সপ্তাহে মিসেস লো-অ্যাংকারের কাছে দুজন পর্বতারোহী একটি টেলিফোন করে জানান তারা দুটি মরদেহ পেয়েছেন যেগুলো “নীল বরফের ভেতর জমাট বেঁধে রয়েছে তবে ধীরে ধীরে হিমবাহ থেকে বেরিয়ে আসছে”।
শুক্রবার মিসেস লো-অ্যাংকার মরদেহ দুটির সন্ধান পাবার ঘোষণা দেন।
#বিবিসি