fb_img_1473748219857

বিডি নীয়ালা নিউজ(১৩ই সেপ্টেম্বর, ২০১৬ইং) আসাদুজ্জামান সুজন,নীলফামারী প্রতিনিধিঃ

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় উৎসবমুখর পরিবেশে আজ মঙ্গলবার
নীলফামারীতে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আযহা।

এ উপলক্ষ্যে নীলফামারীর বিভিন্ন মাঠে-ময়দানে ও মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়
এবং ধনী-গরিব নির্বিশেষে পারস্পরিক কোলাকুলি ও কুশলবিনিময় করে। প্রতিটি ঈদগাঁ
মাঠে পুলিশ ও র‌্যাবের কঠোর নজরকারী রাখা হয়।

নীলফামারী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান নামাজ অনুষ্ঠিত হয় সকাল সোয়া
আটটায়।  হাজার হাজার মুসলি অংশ নেন এই ঈদ জামাতে। নীলফামারী বড় মসজিদের খতিব
মওলানা মো. আশরাফুল হক এতে ইমামতি করেন। এর আগে সকাল ৮টায় পুলিশ লাইন্স ঈদগাঁ
মাঠে প্রথম জামাত অনুষ্ঠিত হয় এবং সকাল সাড়ে আটটায় সার্কিট হাউস ঈদগাঁ,
কুখাপাড়া ধনীপাড়া ঈদগাঁ, বাড়াইপাড়া নতুন জামে মসজিদ ঈদগাঁ, জোরদরগাঁ ঈদগাঁ  ও
মুন্সীপাড়া আহলে হাদিছ ঈদগাঁ মাঠে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। অপর দিকে সকাল
৮টা ৪৫ মিনিটে ঈদের জামাত অনুষ্ঠিত হয় জেলা শহরের গাছবাড়ি পঞ্চপুকুর ঈদগাঁ ও
কলেজ স্টেশন ঈদগাঁ মাঠে।

জেলার সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় ডোমার উপজেলার ভোগডাবুড়ি ইউনিয়নে সবদীগঞ্জ
ঈদগাহ মাঠে। এখানে প্রায় ৬৫ হাজার মুসল্লি এক সাথে ঈদের নামাজ আদায় করেন।

ঈদের মোনাজাতে দেশ ও জাতির উন্নয়ন-অগ্রগতি কামনা করা হয়। সেই সাথে ইসলামের
অপব্যাখা দিয়ে জঙ্গি সৃস্টি করে যারা মানুষ হত্যা করছে তাদের বিরুদ্ধে
প্রতিরোধ গড়ে তোলার আহবান জানানো হয়।

নীলফামারী কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে হাজারো মুসল্লিদের সাথে ঈদের নামাজ আদায় করেন
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী নীলফামারী-২ আসনের সংসদ সদস্য
আসাদুজ্জামান নুর এমপি, জেলা প্রশাসক জাকীর হোসেন, জেলা পুলিশ সুপার জাকির
হোসেন খাঁন, জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ।
ঈদের জামায়াতের আগে তারা মুসল্লিদের উদেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।অপর দিকে
পুলিশ লাইন ঈদগাঁ মাঠে ঈদের জামাত আদায় করেন অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ
হোসাইন।

ঈদুল আযহা উপলক্ষে জেলা কারাগার, হাসপাতাল, এতিমখানা এবং ভবঘুরে
প্রতিষ্ঠানগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে