আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর(দিনাজপুর)প্রতিনিধি: গত ৭ মে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনের উপজেলার কৈপুলকি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থগিত একটি ভোট কেন্দ্রর ভোট গ্রহণ ৩১ অক্টোবর সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য এলাকার বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করেছে। প্রথমের দিকে পুরুষ ভোটারের সংখ্যা কম দেখা গেলেও সময় বাড়ার সাথে সাথে মহিলা ভোটারের সংখ্যা বাড়তে শুরু করেছে। শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের লক্ষ্যে এরই মধ্যে পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সদস্যদের টহল জোড়দার করেছে বলে নিশ্চিত করে নির্বাচন কমিশন অফিসার মোহাম্মদ জিকরুল হক। এখন পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী অফিসার তরফদার মাহমুদুর রহমান জানান, শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রকার কার্যক্রম অব্যাহত রয়েছে।
এ কেন্দ্রের ভোটার ২৭৮৫ জন। এছাড়া উপজেলার দুইটি ইউনিয়নে (৩নং রামপুর ইউনিয়ন ও ৪নং পলাশবাড়ী ইউনিয়ন) সীমানা জটিলতার কারনে ভোট গ্রহন স্থগিত করেছেন নির্বাচন কমিশন ।