বিশেষ প্রতিণিধি মারুফ সরকার:
শুক্রবার দেশের ৫৫ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুটি নতুন ছবি। এর মধ্যে ৩৩ হলে ‘মাহিয়া মাহি-আমিন খান অভিনীত ‘অবতার’ আর ২২টি হলে আলোর মুখ দেখেছে তিশা’র ‘মায়াবতী’। শুক্রবার দেশের ২২টি হলে মুক্তি পাওয়া অরুণ চৌধুরীর পরিচালিত ‘মায়াবতী’ ছবিতে নাম ভুমিকায় আছেন তিশা। আর তার বিপরীতে ব্যারিস্টারের চরিত্রে আছেন ইয়াশ রোহান। ছোটবেলায় পাচারকারীদের ফাঁদে পড়ে মায়ার ঠিকানা হয় যৌনপল্লীতে। ব্যারিস্টার ইকবালের সাথে পরিচয়ের পর নতুন করে বাঁচার স্বপ্ন দেখে সে।
কিন্তু এমন সময়েই মায়ার বিরুদ্ধে ওঠে খুনের অভিযোগ। শুরু হয় তার আরেক সংগ্রাম। এমন গল্পে তৈরি ‘মায়াবতী’।
একই দিন ৩৩ টি হলে মুক্তি পেয়েছে মাহিয়া মাহি-আমিন খান অভিনীত ‘অবতার’। ছবিতে মাহির বিপরীতে ঢালিউডে অভিষেক হলো জে এইচ রুশোর। মাদকাসক্তির কুফল নিয়ে ‘অবতার’ নির্মাণ করেছেন পরিচালক মাহমুদ হাসান শিকদার। শুক্রবার মুক্তি পাওয়া দুটি ছবি কেমন চলছে খোজ নিলে জানা যায়, ‘মায়াবতী’ বিষয়বস্তু সময়োপযোগী হলেও কাঙ্খিত দর্শক মেলেনি বলে জানালেন হল কর্তৃপক্ষ। এক প্রকার দর্শক খরায় ছবিটি। অন্যদিকে ‘মায়াবতী’র দর্শক খরায় বেশ ভালোই চলছে ‘অবতার’ সিনেমাটি। এ ছবির পরিচালক মাহমুদ হাসান শিকদার বলেন, বাংলা ছবির সংকটকাল। তবে হতাশার মাঝেও ছবিটি আশার আলো দেখাচ্ছে। তবে নায়িকা মাহি যদি প্রচারণায় আসত তাহলে ছবিটির রেসপন্স ভালো পেতাম। যে হলেই যাই সবাই মাহি আসেনি কেন প্রশ্ন করছে। তাদের কোনো উওর দিতে পারিনি। তবুও দর্শক ছবিটি দেখছে তাদেই সন্তুষ্ট।