নীলফামারী প্রতিনিধিঃ দর্শনার্থীদের পদচারণায় সরগম হয়ে উঠেছে নীলফামারী টাউন ক্লাব মাঠে এক মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। মেলার প্রথমদিন শুক্রবার তেমন দর্শনার্থী না থাকলেও আজ লোকে লোকারণ্য হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ।
দিনের শুরুতে দর্শনার্থী কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আসতে শুরু করে হাজারো মানুষ। সন্ধ্যার পর দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। তবে শুক্রবার ছুটির দিন হওয়ায় দর্শনার্থীর পরিমাণ বেশি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নীলফামারী চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির আয়োজনে নীলফামারী টাউন ক্লাব মাঠে এক মাস ব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার আনুষ্ঠানিক ভাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি প্রধান অতিথি হিসেবে মেলার উদ্ধোধন করেন।
উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি’র নব-নির্বাচিত সভাপতি মারুফ জামান কোয়েল। তিনি মেলা সম্পর্কে নীলফামারীনিউজ-কে জানান, মেলায় প্রবেশ মূল্য মাত্র ১০টাকা করা হয়েছে। সকাল ১০টা থেকে মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। মাস ব্যাপী এই মেলায় বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বাহারী সব পণ্য নিয়ে মোট ১০১টি স্টল থাকছে। তিনি বলেন, মেলায় আসা দর্শনার্থী সহ শিশু-কিশোরদের জন্যও রয়েছে বিনোদনমূলক নানা ব্যবস্থা।