রাত সাড়ে ১০টার দিকে নয়তলায় একটি রেফ্রিজারেটর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সব রোগীদের সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয়।

ভারতের রাজধানী দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে (এমস)  আগুন লেগেছে। হাসপাতালের নয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ২২টি ইঞ্জিন।আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বুধবার (১৬ জুন) রাত সাড়ে ১০টার দিকে নয়তলায় একটি রেফ্রিজারেটর থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লাগে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছান দমকল বাহিনীর কর্মীরা।

তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই সব রোগীদের সুরক্ষিত অবস্থায় বের করে আনা হয়। তার ফলে হতাহতের কোনও ঘটনা ঘটেনি।বর্তমানে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানানো হয়েছে।হাসপাতাল কতৃপক্ষের বরাত দিয়ে ওই সংবাদমাধ্যম জানায়, হাসপাতালের কনভারজেন্স ব্লকে আগুন লাগে। এই ব্লকে মূলত ল্যাবরেটরি ও পরীক্ষার সঙ্গে যুক্ত অন্যান্য বিভাগ রয়েছে। 

SO/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে