আসাদ হোসেন রিফাত, লালমনিরহাট প্রতিনিধিঃ শোকাবহ আগস্ট মাস ২০২১ইং উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন জনতা ব্যাংক লিমিটেড ভোটমারী শাখা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে মঙ্গলবার (২৪ আগস্ট) লালমনিরহাটের ডাউয়াবাড়ী,মদাতী ও ভোটমারী ইউনিয়নের কোভিড পীড়িত অসহায়, দরিদ্র,কর্মহীন মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন জনতা ব্যাংক লিমিটেডের রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ আব্দুর সামাদ
খাদ্য সামগ্রী বিতরনে উপস্থিত ব্যাংককর্মী ও দুঃস্থদের উদ্দেশ্যে মোঃ আব্দুর সামাদ বলেন,জাতির পিতার আদর্শকে ধারন করে ব্যাংকিং সেবার পাশাপাশি আমাদের দুঃস্থ জনগোষ্ঠির দুর্দশা লাঘবে নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতেৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। তাঁরই দূরদর্শী নেতৃত্বে পদ্মা সেতু, মেট্রো রেল ও পারমানবিক বিদ্যুত প্রকল্পের মতো মেগা প্রজেক্ট বাস্তবায়িত হচ্ছে। আমরা শীঘ্রই এসব প্রকল্পের সুফল ভোগ করতে পারব। সেই সাথে অর্থনৈতিকভাবেও আমাদের ব্যাপক অগ্রগতি হচ্ছে। রেমিট্যান্স আহরনে আমরা রেকর্ড গড়েছি। জননেত্রী শেখ হাসিনার এসব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবার হাতে হাত মিলিয়ে কাজ করে যেতে হবে।
এসময় উপস্থিত ছিলেন,জনতা ব্যাংক লিমিটেডের রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ সাইফুল আলম চৌধুরী,জনতা ব্যাংক লিমিটেড এরিয়া অফিস কুড়িগ্রাম সহকারী মহাব্যবস্থাপক (এরিয়া ইনচার্জ), এ কে এম সামছূল আলম জনতা ব্যাংক ভোটমারী শাখার ম্যানেজার মোঃ মতিউর রহমান প্রমুখ।