গ্যল টেস্টের দুই ইনিংসে মাহমুদুল্লাহর সংগ্রহ যথাক্রম আট এবং শূন্য

ডেস্ক রিপোর্টঃ কলম্বোর পি সারা ওভালে পরশু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্টে খেলছেন না মাহমুদুল্লাহ রিয়াদ।

বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদকে উদ্ধৃত করে এ কথা জানাচ্ছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানাচ্ছে।

আগামীকাল দেশে ফিরছেন এই ব্যাটসম্যান। তবে, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য মাহমুদুল্লাহকে ফেরানো হবে কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন খালেদ মাহমুদ।

সে সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি। এদিকে, ১৫ই মার্চের ম্যাচটি বাংলাদেশের শততম টেস্ট ম্যাচও। গ্যল টেস্টের দুই ইনিংসে মাহমুদুল্লাহর সংগ্রহ যথাক্রম আট এবং শূন্য। দুই ওভার বল করেছেন।

এর আগে ভারতের বিপক্ষে টেস্টে করেছিলেন অর্ধশতক। তার আগের দশ ইনিংসে কোনটাতেই পেরুতে পারেননি অর্ধশতক। ফলে গ্যল টেস্টের পারফর্ম্যান্সের পর তিনি বাদ পড়তে পারেন, এমন আলোচনা ছিল।

সেই প্রেক্ষাপটে ফর্মের জন্য লড়াইরত মাহমুদুল্লাহর মত একজন সিনিয়র খেলোয়াড়কে না খেলিয়ে বসিয়ে রাখার চেয়ে দেশে ফেরত পাঠানো কে সমীচীন মনে করেছে দল।

ক্রিকইনফো জানিয়েছে, সকালে দলের সঙ্গে অনুশীলনে গেলেও মাঠে নামতে দেখা যায়নি মাহমুদউল্লাহকে।

বি/বি/সি/এন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে