দেশে প্রতিবছর প্রায় তিন লাখ নতুন যক্ষ্মা রোগী শনাক্ত হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর মধ্যে প্রতিবছর এ রোগে আক্রান্ত হয়ে ২৯ হাজার মানুষ মারা যাচ্ছে বলে জানান মন্ত্রী।

বৃহস্পতিবার (০২ জুন) রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ও ই-ল্যাব উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশে করোনা এখন নিয়ন্ত্রণে আছে। তবে করোনা পুরোপুরি চলে যায়নি। তাই আমাদের মাস্ক পরার অভ্যাসটি বজায় রাখতে হবে।

জাহিদ মালেক বলেন, দেশে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের ঘাটতি আছে। যন্ত্রপাতি মেরামতের বিষয়টিও দুর্বল অবস্থায় আছে। এ জন্য জনবল বৃদ্ধির উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মহাসচিব অধ্যাপক আবদুল আজিজ প্রমুখ।

SO/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে