11870929_888047291289090_6712096704214941446_n

বিডি নীয়ালা নিউজ(৩জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ
তারিখ : ৩ ই জানুয়ারি ২০১৬ রবিবার।
আকাশ : দেশের আকাশ প্রায় পরিস্কার সহ আবহাওয়া প্রধানত ভালো থাকবে ইন্সাআল্লাহ।
বৃষ্টি : সম্বাবনা নেই, আর হলেও সামান্য সিলেট বিভাগের উত্তর অংশের সামান্য এলাকায়।
তাপমাত্রা : রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতেপারে।
উজ্জ্বল সূর্যের আলো : ৪ থেকে ৭ ঘন্টা পাওয়া যাবে।
শৈতপ্রবাহ : চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোর, রাজশাহী, মেহেরপুর ও এর পার্শ্ববর্তী কিছু এলাকা দিয়ে দুর্বল শৈতপ্রবাহ বয়েযাচ্ছে এবং তা অব্যাহত থাকবে।
তীব্র শৈতপ্রবাহ : (হিমেল) আসছে পেজে চোখ রাখুন)
কোয়াশা : গভীর রাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কোয়াশা পড়তেপারে, তাই রাতে নৌযান সতর্কতা নিয়ে চালাবেন।
ধোয়াশা : স্বাভাবিকভাবেই থাকছে।
সূর্যোদয় : সকাল ০৬:৪১ মিনিটে ,সূর্যাস্ত সন্ধ্যা ০৫:২৩ মিনিটে, দিনের দৈর্ঘ্য ১০ ঘন্টা ৪২ মিনিট।
সূর্যের সর্বোচ্চ তীর্যক পতন : ৪৬.২১° দক্ষিণে
বায়ুচাপ : নেই সাগরে

-আবহাওয়া অফিস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে