কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধিঃ সার্বিক গ্রাম উন্নয়ন কর্মসূচি ( সিভিডিপি)-৩ পর্যায়ে সমবায় অংশ প্রকল্পের নওগাঁর আত্রাইয়ে সিভিডিপি সমিতি ভূক্ত সমবায়ী সমিতি মাসিক যৌথ সভা ও ই-প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম সভা কক্ষে দিন ব্যাপী এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জিতা বিশ্বাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ- পরিচালক বাংলাদেশ পল্লী উন্নয়ন র্বোড (বিআরডিবি) মোঃজাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-প্রকল্প পরিচালক বিআরডিবি,নওগাঁ একেএম শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার,আত্রাই,নওগাঁ মোঃ তোফাজ্জল হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই ইউসিসির সভাপতি শ্রী স্বপন কুমার দত্ত, সাহেবগঞ্জ সদাবিক সমিতির সভাপতি ও ইউনাইটেড প্রেস ক্লাব, ,আত্রাই, নওগাঁ, সভাপতি কামাল উদ্দিন টগর, সহ-সভাপতি এফএনএস অনলাইন পত্রিকার আত্রাই উপজেলা প্রতিনিধি রওশন আরা পারভীন শিলা, আত্রাই ইউসিসির সাবেক সভাপতি মোঃ ফজলে রাব্বী জুয়েল,সিভিডিপি বিহারীপুর সমিতির সভাপতি জান্নাতুল ফেরদৌস, পাঁচুপুর সিভিডিপি সমিতির সভাপতি সভারানী ঘোষ, বান্দাইখাড়া সিভিডিপি সমিতির সভাপতি কিসমতআরা রুমা,হাটকালুপাড়া সিভিডিপি সমিতির সভাপতি মিতুমনি প্রমূখ। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার “সাবজনিন পেনসন ”চালু করার জন্য উপজেলার সকল নাগরিকের প্রতি আহ্বান জানান এবং উপস্থিতিদের মাঝে “সাবজনিন পেনশন” বহি বিতরণ করা হয়।