bdnyalanews(২৭ডিসেম্বর১৫)-বিশেষ প্রতিনিধি: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এক আলোচনাসভায় বলেন,নারীদের শিক্ষা ক্ষেত্রে আরও সামনের দিকে এগিয়ে নিতে যেতে হবে । তিনি আরও বলেন, নারীরা উচ্চশিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলেই নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ সম্ভব। তাই নারী শিক্ষা প্রসারে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে। শনিবার ভিকারুন্নিসা নূন স্কুল সংলগ্ন মাঠে প্রতিষ্ঠানটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, কাউকে পেছনে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তাই যেসব নারীরা অর্থনৈতিক ও সামাজিকভাবে বিভিন্ন প্রতিবন্ধকতার শিকার, তাদের প্রতিবন্ধকতা দূর করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। এসময় স্পিকার একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় তথ্য-প্রযুক্তিতে নিজেদেরকে দক্ষ করে, উন্নত সমাজ বিনির্মাণে দেশের শিক্ষার্থী ও তরুণ সমাজের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান রাশেদ খান মেনন বিশেষ অতিথি এবং ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল সুফিয়া খাতুন সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। তিনি আরও বলেন, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। নারী শিক্ষার প্রসারে এ প্রতিষ্ঠানটি অনন্য অবদান দেখিয়েছে। ভিকারুন্নিসা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের মধ্য দিয়ে নারী শিক্ষা প্রসারে সংগঠনটির আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।
You are actually a just right webmaster. The website loading velocity is incredible.
It seems that you’re doing any unique trick.
In addition, the contents are masterpiece. you have performed
a magnificent process in this matter! Similar here: zakupy online
and also here: Najlepszy sklep