ডেস্ক রিপোর্টঃ মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বর্তমান সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সমাবেশে ও সাইকেল র্যালীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বাল্য বিবাহও এক ধরনের নারী নির্যাতন। ১৮ বছরের নিচে কোন শিশুর বিবাহ বরদাস্ত করা হবে না। এই বিষয়ে সকলকে এগিয়ে আসতে হবে।
নতুন আইন অনুযায়ী বাল্য বিবাহের সাজা ও জরিমানা বৃদ্ধি করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
‘নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটলেই দ্রুততম সময়ে মধ্যে ব্যাবস্থা নেয়া হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধ করা কেবল সরকারের একার পক্ষে সম্ভব নয়। এই বিষয়ে সমাজের সকল স্তরের মানুষকে দৃষ্টিভঙ্গী ও মানসিকতার পরিবর্তন করে এগিয়ে আসতে হবে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও ব্র্যাকের যৌথ আয়োজনে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, জাতীয় মহিলা সংস্থা’র চেয়ারম্যান মমতাজ বেগম অ্যাডভোকেট, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহীন আহমেদ চৌধুরী প্রমুখ।
নাছিমা বেগম বলেন, পুরুষদের দ্বারাই নারী নির্যাতন বেশী হয় তা সত্য, তবে কিছু কিছু ক্ষেত্রে নারীর মাধ্যমে নারীর নির্যাতন করে।
তিনি বলেন, নারী পুরুষ সকলে মিলেই এ ধরনের নির্যাতন প্রতিরোধ করতে হবে।
সমাবেশ শেষে তরুণ তরুণীদের অংশগ্রহণে নারী নির্যাতন বিরোধ সচেতনতা মূলক এক সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু করে হাইকোর্ট, প্রেসক্লাব, পল্টন, কাকরাইল, সাত রাস্তা, মহাখালী, জাহাঙ্গীর গেইট হয়ে টিএসসি-তে এসে শেষ হয়।
বি/এস/এস/এন