আসন্ন পৌরসভা নির্বাচনে প্রচারণার সুযোগ পাচ্ছেন না এমপিরা। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির পক্ষ থেকে এমপিদের প্রচারণার সুযোগের দাবি জানানো হলেও সোমবার কমিশন সভার বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। একইসঙ্গে নির্বাচন পেছানোর জন্য বিএনপিসহ অন্যান্য দলগুলো দাবি জানালেও নির্বাচন পেছানোর সুযোগ নেই বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রসঙ্গত, গতকাল রোববার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বিএনপি, জাতীয় পার্টিসহ অন্যান্য দল পৌর নির্বাচন পেছানোর দাবি জানায়। একইসঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে এমপিদের প্রচারণার সুযোগের দাবি জানানো হয়। পরে বৈঠক শেষে নির্বাচন কমিশন জানায়, কমিশন সভার বৈঠক শেষে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩০ ডিসেম্বর মেয়াদোত্তীর্ণ ২৩৬টি পৌরসভায় ভোট হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর। যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৩ ডিসেম্বর।
(দ্য বেঙ্গলি টাইমস)