Yasir_Shah

বিডি নীয়ালা নিউজ(৮ই ফেব্রুয়ারী ১৬)- স্পোর্টস ডেস্ক: নিষিদ্ধ মাদক গ্রহণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিন মাসের জন্য নিষিদ্ধ হলেন পাকিস্তানি লেগ স্পিনার ইয়াসির শাহ। এর আগে সে আইসিসির মাদকবিরোধী বিধিমালার ২.১ ধারা ভঙ্গনের দায় স্বীকার করে। আইসিসি এক বিবৃতিতে গতকাল এ কথা জানায়। খবর এএফপির নিষিদ্ধ মাদক গ্রহণ করেছেন এমন সন্দেহে গত বছরের নভেম্বরে ইয়াসির শাহ’র প্রশ্রাবের নমুনা পরীক্ষা করা হয়। এতে তার প্রশ্রাবে নিষিদ্ধ মাদক ক্লরটালিডোন পাওয়া যায়। সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার ওডিআই সিরিজ শেষে গত বছরের ১৩ নভেম্বর আইসিসি ইয়াসির শাহর প্রশ্রাবের নমুনা নেন। আইসিসি তার র‌্যানডম টেস্টিং প্রোগ্রামের আওতায় এ নমুনা সংগ্রহ করে। পরে পরীক্ষা করলে তা পজিটিভি ধরা পড়ে। এরপরই তাকে সাময়িকভাবে ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল। এবার চূড়ান্তভাবে নিষিদ্ধ হলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে