জেলা সদরে অগ্নিকান্ডে ১২ পরিবারের ২২টি ঘর, ঘরে রক্ষিত আসবাবপত্র ও মালামাল পুড়ে ছাই হয়েছে। গতকাল শনিবার রাত আটটার দিকে উপজেলার সংগলশী ইউনিয়নে ছোট আলোকমারী গ্রামে ঘটনাটি ঘটে।
এলাকাবাসী জানায়, গ্রামের নারায়ন চন্দ্রের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় ১২টি পরিবারের ২২টি ঘর ও রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়। খবর পেয়ে উত্তরা ইপিজেড দমকল বাহিনীর একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
সংগলশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোস্তাফিজার রহমান অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দিনমজুরী করে তাদের জীবিকা নির্বাহ করে। আবার অনেকে উত্তরা ইপিজেডের শ্রমিক।”
উত্তরা ইপিজেড দমকল বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা বাদশাহ মাসুদ আলম বলেন, “বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এলিনা আকতার বলেন, “অগ্নিকান্ডে সেখানে ১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের মাঝে রাতেই প্রত্যেক পরিবারের মাঝে দুটি করে কম্বল, চাল, ডাল, লবন, তেল ও শুকনা খাবার বিতরণ করা হয়েছে।”
BSSN