বিডি নীয়ালা নিউজ(১২ই মে১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): ‘স্বাস্থ্য ব্যবস্থাপনায় সংকট উত্তোরনে নার্স: পরিবর্তনে এক সহায়ক শক্তি’ প্রতিপাদ্যে নীলফামারীতে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে নীলফামারী নার্সিং ইনস্টিটিউট এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় সেবা ইনস্টিটিউট কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোঃ জাকীর হোসেন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে সিভিল সার্জন ডা: মো: আব্দুর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আফরোজা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।