জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় উত্তরা ইপিজেডের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের নাম রহুল আমিন (২৮)। সে নীলফামারী সদরের সোনারায় ইউনিয়নের বাবুরহাট এলাকায় ভাড়া বাড়িতে বাস করতো।
ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স উত্তরা ইপিজেড ইউনিটের প্রধান শহিদুল ইসলাম জানান, ইজিবাইক যোগে সৈয়দপুরের দিকে যাচ্ছিলো রুহুল। ঘটনাস্থলে একটি শিশুকে বাঁচাতে গিয়ে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গুরুত্বর আহত হয় রুহুল। খবর পেয়ে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রুহুল উত্তরা ইপিজেড’র দেশবন্ধু ফ্যাক্টরীতে শ্রমিক হিসেবে কাজ করতো।
এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। সে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার দুরদিয়া দিঘী এলাকার স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।