বিডি নীয়ালা নিউজ(২২ই মার্চ১৬)- আসাদুজ্জামান সুজন(নীলফামারী প্রতিনিধি): নীলফামারীর ডোমার ও সৈয়দপুর উপজেলায় পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুরে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের জামিররাড়ি গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটলে সবকিছু পুড়ে ছাই হয়ে সর্বশান্ত হয়ে হয় পরিবারটি।
জানা যায়, দুপুরে সাইফুল ইসলামের বাড়ির রান্নাঘরে আগুনের সুত্রপাত হয়ে দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ওই পরিবারে ৪টি টিনের ঘর, ঘরে রক্ষিত ধান, চাল, নগদ টাকা ও আসবাবপত্রসহ ৭ লাখ টাকার মালামাল অগ্নিকান্ডে পুড়ে ছাই হয়ে যায়। এখন ওই পরিবারটি সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিয়ে রয়েছে।সোনারায় ইউপি চেয়ারম্যান ফজলুল করিম সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে ডোমার ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রনে আনে।
অপরদিকে, আজ মঙ্গলবার দুপুরে জেলার সৈয়দপুর রেলওয়ে কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। সংশ্লিষ্টরা জানায়, ওই সময় কারখানার জিওএইচ গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) নূর আহমেদ হোসেন জানান কিভাবে আগুনের সূত্র পাত হয়েছে তা এখনও জানা যায়নি । তবে খুব বেশী ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।তবে অনেককে মন্তব্য করতে শোনা যায় এটি নাশকতার চেস্টা কিনা তা তদন্ত প্রয়োজন।