দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপের প্রস্তুতি শুরু করেছে ব্রাজিল। বৃহস্পতিবার (২ জুন) সিউলে বাংলাদেশ সময় বিকেল ৫টায় শুরু হয়েছে ম্যাচটি।

এদিকে, ম্যাচের একদিন আগেই দুঃসংবাদ পেয়েছিল সেলেসাওরা। জানা যায়, চোটের কারণে খেলা নিয়ে শঙ্কা আছে দলের সেরা তারকা নেইমারের। তবে নেইমারকে নিয়েই শেষ পর্যন্ত মূল একাদশ সাজিয়েছেন কোচ তিতে।

বুধবার (০১ জুন) অনুশীলন করতে গিয়ে চোট পান নেইমার। তার সঙ্গে এক সতীর্থের ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন পিএসজি তারকা। এরপর কয়েকজনের সহায়তায় খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন তিনি।

নেইমারের চোটের বিষয়ে দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছিলেন, ‘বৃহস্পতিবার সকাল পর্যন্ত আমরা নেইমারের পায়ের প্রতি নজর রাখব। ও খেলতে পারবে কি না তা এখনই বলা অসম্ভব। বিষয়টি বৃহস্পতিবার দেখতে হবে।’ তবে শেষ পর্যন্ত নেইমারের ব্যাপারে সবুজ সংকেত পাওয়ায় নিশ্চিতভাবেই স্বস্তি ফিরেছে দলে।

ব্রাজিল একাদশ

মার্কউইনোস, থিয়াগো সিলভা, দানি আলভেস, নেইমার, কাসেমিরো, ওয়েভারটন, অ্যালেক্স সান্দ্রো, ফ্রেড, পাকুয়েতা, রাফিনহা ও রিচার্লিসন।

দক্ষিণ কোরিয়া একাদশ

কিম, লি ইয়ং, উইয়াং, ইনবেওম, সন, সিউংহো, হি চ্যান, হং চুল, উইজো, ইয়াংওয়ান ও কিয়ংওন।

SO/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে