বিডি নীয়ালা নিউজ(২জানুয়ারি১৬)- আসাদুজ্জামান সুজন (নীলফামারী প্রতিনিধি): নীলফামারীতে শুরু হয়েছে পরিবার পরিকল্পনা বিভাগের অষ্টম সংস্করণের কার্যক্রম ।ফলে এখন থেকে পরিবার পরিকল্পনা বিভাগের সেবা গ্রহীতার মোবাইল নম্বর ও জাতীয় পরিচয় পত্র নম্বর উল্লেখ থাকবে মাঠ কর্মীদের মাসিক প্রতিবেদনে।
শুক্রবার (১ জানুয়ারী) সকাল ১১টায় ওই বিভাগের সরবরাহ করা এমন তথ্যের ছকে অষ্টম সংস্করণের রেজিস্টার বিতরণ করা হয়েছে পরিবার কল্যাণ সহকারীদের মাঝে। জেলা সদরের পুরাতন হাসপাতাল মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এসব রেজিস্টার বিতরণ করেন
প্রধান অতিথি জেলা প্রশাসক জাকীর হোসেন। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন
সিভিল সার্জন আব্দুর রশিদ, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক আফরোজা বেগম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রমুখ।
সংশ্লিষ্ট সুত্রমতে, ‘অষ্টম সংস্করণের ওই রেজিষ্টারের ছকে নূতন তথ্যের মধ্যে সেবা গ্রহিতার মুঠোফোন নম্বর ও জাতীয় পরিচয় পত্রের নম্বর চাওয়া হয়েছে। যা দিয়ে খুব সহজেই মাঠ পর্যায়ের কাজের নজরদারি সম্ভব হবে। এতে কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা পারবে। সপ্তম সংস্করণের রেজিস্টারে এসব তথ্য না থাকায় নজরদারির কাজটি ছিল খুবই কঠিন। তিনি বলেন, ‘২০১৬ সালের প্রথম দিনে এসব রেজিস্টার
বিতরণের মাধ্যমে জেলায় পরিবার পরিকল্পনা বিভাগের কাজের বিশেষ সাফল্য আসবে।’ সদর উপজেলার ৮১টি ইউনিটের ৬৩ জন পরিবার কল্যাণ সহকারীর মাঝে এসব রেজিস্টার বিতরণ করা হয়েছে।
You’re in reality a excellent webmaster. The web site loading velocity is
amazing. It sort of feels that you are doing any distinctive trick.
Furthermore, the contents are masterpiece. you’ve performed a
excellent activity in this matter! Similar here:
sklep internetowy
and also here: Sklep online