আন্তর্জাতিক ডেস্কঃ পাপুয়া নিউ গিনিতে সোমবার ভোরে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭.৫।
দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর বার্তা সংস্থা এএফপি’র।
অসমর্থিত সূত্রে সেখানে বিদ্যুৎ ব্যবস্থা বিচ্ছিন হয়ে পড়ার এবং বিভিন্ন ভবন ধসের খবর পাওয়া গেছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল এঙ্গা প্রদেশের পরগেরার প্রায় ৯০ কিলোমিটার দক্ষিণে ভূপৃষ্ঠের ৩৫ কিলোমিটার গভীরে।
মার্কিন ভূকম্পনবিদরা জানান, এতে সুনামির কোন হুমকি নেই।
রাজধানী পোর্ট মোরেস্বিতে জিওফিজিক্যাল অবজারভেটরির ভূকম্পনবিদ ফেলিক্স তারানু জানান, প্রায় ১৬৮ কিলোমিটার দূরে মাউন্ট হেগানেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়।

তিনি জানান, এতে সেখানের বিদ্যুত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিভিন্ন ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামাজিক মাধ্যমে দেয়া বিভিন্ন পোস্ট থেকে জানা যায়।

 

 

 

 

 

B/S/S/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে