বিডি নীয়ালা নিউজ(১৩ই মে১৬) নাজমুল হক হৃদয়(রাঙ্গামাটি প্রতিনিধি): আগামী ৪ জুন ২০১৬ খ্রিঃ তারিখে ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিতব্য রাঙামাটি পার্বত্য জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় প্রার্থীদের সশস্ত্র সন্ত্রাসী কতৃর্ক ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও নিপীড়ন নির্যাতনের প্রতিবাদে রাঙামাটি জেলা আওয়ামীলীগ এক সংবাদ সম্মেলন করেছেন।
যতদিন পর্যন্ত নাহ পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে না ততদিন আমরা নির্বাচনে যাচ্ছি নাহ। শুক্রবার দুপুরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন দাবি জানায় রাঙ্গামাটি পার্বত্য জেলা আওয়ামী লীগ। একই সঙ্গে রাঙ্গামাটি পার্বত্য জেলার ৪৯টি ইউনিয়ন পরিষদ নির্বাচন ৩য় ধাপে অনুষ্ঠানের জন্য বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃর্ক তফসিল ঘোষনা করা হয়েছিলো।
সংবাদ সম্মেলনে বলা হয়, সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ভীতি প্রদর্শন ও হুমকির কারনে ১৯ টি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থী মনোয়ন প্রদান করা সম্ভব হয়নি বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন দলটির নেতাকর্মীরা।
এর আগে সশস্ত্র সন্ত্রাসীদের এহেন কার্যকলাপের বিরুদ্ধে গত ২০ মার্চ রাঙামাটি জেলা আওয়ামীলীগ এক সংবাদ সম্মেলন করেন। ২০ ই মার্চ একই তারিখে রাঙামাটি জেলা আওয়ামীলীগ কতৃর্ক নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করে। এ প্রেক্ষিতে নির্বাচন কমিশন কতৃর্ক ৩য় ধাপের পরিবর্তে ৬ষ্ঠ ধাপে রাঙামাটি পার্বত্য জেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের পুনঃ তফসিল ঘোষনা করা হয়।৪৯ টি ইউনিয়নের মধ্যে বাঘাইছড়ি ইউনিয়নের বঙ্গলতলী ও সারোয়াতলী,জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের দলীয় নেতা কর্মীরা সশস্ত্র সন্ত্রাসীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের কারনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অনীহা প্রকাশ করে। ৪৬ টি ইউনিয়নে দলীয় মনোয়ন দেওয়া হলেও সন্ত্রাসীদের ভয়ভীতি ও প্রান নাশের হুমকির কারনে জুরাছড়ি উপজেলা,সদর উপজেলার কুতুবছড়ি,নানিয়ারচর উপজেলা ও কাউখালী উপজেলার কয়েকটি ইউনিয়নে দলীয় চেয়ারম্যান প্রার্থীগণ মনোয়ন পত্র দাখিল করতে পারে নাই।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সশস্ত্র সন্ত্রাসীদের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকির কারনে দলীয় অনেক চেয়ারম্যান প্রার্থীগন নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে বর্তমানে রাঙামাটি সদরে অবস্হান করতে বাধ্য হচ্ছে। এহেন পরিস্হিতিতে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না হলে আসন্ন ৬ষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের নির্বাচন বর্জন করা ছাড়া রাঙামাটি জেলা আওয়ামীলীগের আর কোন করণীয় থাকবে না।
সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহাবুব, রাঙামাটি জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রুহুল আমিন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হাজী কামাল উদ্দীন, রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর, রাঙামাটি জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রফিকুল মাওলা, রাঙামাটি জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক রফিক আহম্মেদ তালুকদার, রাঙামাটি জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অভয় প্রকাশ চাকমা,রাঙামাটি জেলা যুবলীগের সাধারন সম্পাদক নূর মোহাম্মদ কাজল, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি শাখাওয়াত হোসেন রুবেল সহ অত্র সংগঠনের নেতাকর্মী প্রমুখ।