peetar mur

বিডি নীয়ালা নিউজ(২ই মে১৬)-স্পোর্টস ডেস্কঃ কথা ছিলো চলতি মে মাসের তিন তারিখের মধ্যে কোচের নাম ঘোষণা করবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সবকিছু ঠিকই ছিলো। কথা হয়েছিলো সাবেক ইংল্যান্ড কোচ পিটার মুরের সঙ্গে। কিন্তু তিনি নিজেই প্রস্তাবটা শেষ মুহূর্তে ফিরিয়ে দিলেন।

এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থ হওয়ায় কোচ ওয়াকার ইউনুসকে সরানোর পর নতুন কাউকে নিয়োগ দেওয়ার ব্যাপারে উঠেপড়ে লাগে পিসিবি। সবসময়েই আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তান দলকে কোচিং করানো কঠিন ব্যাপার। শেষ দিকে মুরকে কোচ হওয়ার ব্যাপারে প্রস্তাব দেওয়া হলে তিনিও তা প্রত্যাখ্যান করলেন।

এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘এমন একটা প্রস্তাব পেয়ে খুবই আনন্দিত হয়েছিলাম। এমন একটা দলের সঙ্গে কাজ করা খুবই সম্মানজনক। কিন্তু আমি অনেক ভেবে দেখলাম, তাদের (পাকিস্তান) সঙ্গে কাজ করাটা এইমুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়।’

৫৩ বছর বয়সী মুর আরো বলেন, ‘আমি এবং আমার পরিবার; উভয়ের জন্যই এটা সম্ভব নয়। আমি নটিংহ্যামশায়ারের উপদেষ্টা হিসেবে ভালো আছি এবং আমি তাদের কাজ করার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। তাছাড়া আমার বাচ্চারা এখানে বেড়ে উঠছে, তাদের সঙ্গে থাকতেই আমি উপভোগ করছি।’

ওয়াকার ইউনুসের মতো, মুর নিজেও ইংল্যান্ড দল থেকে বরখাস্ত হন। গত ওয়ানডে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের কারণে তাকে দল থেকে অব্যাহতি দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস(ইসিবি)।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে