বিডি নীয়ালা নিউজ(১০ই ফেব্রুয়ারী ১৬) মারুফ সরকার (সিরাজগনজ প্রতিনিধি): সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌরসভা এলাকায় সরকারি খালটির প্রায় ২শ’ ৫ শতক জমি ৮৭ জন অবৈধভাবে দখল করেছে। এর মধ্যে উল্লাপাড়া কামিল মাদরাসা কর্তৃপক্ষ সবচেয়ে বেশি পরিমান (প্রায় ৫শতক) জমি দখলে নিয়ে স্থায়ীভাবে বিভিন্ন অবকাঠামো নির্মাণ করেছে। উল্লাপাড়া পৌর শহরের ওভার ব্রীজ থেকে ফুলজোড় নদীর মুখ অবধি প্রায় এক কিলোমিটার দীর্ঘ খালটির দু’পাড়ের বসতিরা সরকারি এ সম্পত্তি অবৈধভাবে দখলে নিয়েছে। এদিকে পৌরসভার নতুন মেয়র এস.এম. নজরুল ইসলাম খালটির অবৈধ দখল মুক্ত করতে তার দৃঢ অঙ্গীকার ব্যক্ত করেছেন। উল্লাপাড়া পৌর শহরের মাঝ দিয়ে বয়ে যাওয়া সরকারি খালটি অবৈধ দখলের কবলে পড়ে ভরাট হয়ে গেছে। সরকারি সম্পত্তির অবৈধ দখল এক-দু’দিনে হয়নি। সরকারি খালটির দু’পাড়ের বসতিরা দিনে দিনে তা নিজেদের দখলে নিয়েছে। অনেকেই স্থায়ী অবকাঠামো তুলেছে। অবৈধ দখলদারদের মধ্যে অনেক প্রভাবশালী ব্যক্তিও রয়েছে। এ খাল বেয়ে আগে সহজেই পানি নিস্কাশন হতো। বিগত সময়ে স্থানীয় সরকারি প্রশাসন থেকে খালটির অবৈধ দখল উচ্ছেদের একাধিকবার উদ্যোগ নেয়া হলেও তা আর হয়নি। আর তা না হওয়ার পিছনে কারণ বরাবরই অজ্ঞাত থেকে যাচ্ছে। তবে বিগত ওয়ান ইলেভেনের(১/১১) সময় স্থানীয় প্রশাসন থেকে ভূমি জরিপ করে সীমানা চিহ্নিতকরণ ও অবৈধ স্থাপনা অপসরণের পদক্ষেপ নেয়া হয়। সে সময় চারটি দোকান উচ্ছেদ হলেও পরে তা আবার থেমে যায়। ইতিপূর্বে স্থানীয় বিভিন্ন প্রশাসন এ খালটিতে আড়াআড়িবাবে সরকারি টাকা খরচ করে সড়ক পথ নির্মাণ করেছেন। উল্লাপাড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান এ্যাড. মারুফ বিন হাবিব এ খালটির অবৈধ দখল মুক্ত করতে প্রয়োজনীয়তার কথা প্রায়ই বলে আসছেন। পৌর শহরের ওভার ব্রীজ থেকে ফুলজোর নদীর মুখ পর্যন্ত প্রায় এক কিলোমিটার অবৈধ দখলমুক্ত ও পুনঃখনন হলে অতি সহজে পানি নিস্কাশনের ব্যবস্থা হবে। আর দু’পাড়ে সড়ক পথ নির্মাণ হলে শহরের অন্য সড়কগুলোয় যানজটের চাপ কমবে। এ ব্যাপারে উল্লাপাড়া পৌরসভার নবনির্বাচিত পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম দৈনিক আজকের সিরাজগঞ্জকে জানান, সরকারি খাল থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হবে। তিনি আরো জানান, অবৈধ দখলমুক্ত করে দু’পাশে সড়ক পথ নির্মাণ, ট্রি প্লান্টেশন, বিনোদন পার্ক স্থাপন, পারাপারের জন্য দৃষ্টি নন্দন ব্রীজ নির্মাণসহ সৌন্দর্য্য বৃদ্ধিতে বিভিন্ন কাজ করা হবে। যাতে করে নাগরিক সুবিধা বাড়ে। এ খালের অবৈধ দখল মুক্ত করতে তিনি পৌরবাসীর সহযোগিতা কামনা করেন।