urinating

বিডি নীয়ালা নিউজ(২৩ই ফেব্রুয়ারী১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ ভারতের হায়দ্রাবাদে প্রকাশ্যে জলবিয়োগ বা মূত্রত্যাগ ঠেকাতে এবার অভিনব এক উদ্যোগ নিয়েছে পুলিশ।

ফুটপাতে বা যেকোনো উন্মুক্ত স্থানে কাউকে জলবিয়োগ করতে দেখলেই এখন থেকে তার গলায় ফুলের মালা পড়িয়ে দেবে ট্রাফিক পুলিশ—যাকে তারা বলছেন লজ্জার মালা।

ইন্সপেক্টর রাম স্বামী বলছেন, এরপর তারা প্রকাশ্যে জলবিয়োগ কারীদের অনুরোধ করবেন যেন তারা লজ্জার কাজটি না করে পাবলিক টয়লেটগুলো ব্যবহার করেন।

কয়েকদিন ধরে এই উদ্যোগের ফলে তারা এখন ভালো ফল পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

হায়দ্রাবাদ রাজ্য পুলিশের এ উদ্যোগের প্রশংসা করে তাদের ফেসবুক পেজে মন্তব্য করছেন অনেকে।

কয়েক বছর আগে দিল্লি পুলিশও এমন একটি উদ্যোগ নিয়েছিল।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক হিসেব অনুযায়ী, খোলা জায়গায় মলত্যাগের অভ্যাস সবচেয়ে বেশি ভারতে।

দেশটির ষাট কোটির বেশি মানুষ উন্মুক্ত জায়গায় মলত্যাগ করে।

সূত্রঃ বিবিসি বাংলা।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে