জয়নাল আবেদীন হিরো, নীলফামারী জেলা প্রতিনিধিঃ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে নীলফামারীর সৈয়দপুরে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ওই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সোমবার সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইনের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রকৌশলী এম এম আলী রেজা রাজু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু হাসনাত সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ওই দিন সৈয়দপুর উপজেলা একটি মহিলা মাদ্রাসা, পাঁচটি মাদ্রাসা, গরীব ও দুস্থ শিশু শিক্ষার্থী, বাবুর্চি সংগঠনের সদস্য ও প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ২শ’ ৩০টি কম্বল বিতরণ করা হয়েছে।