বিডি নীয়ালা নিউজ(১২জানুয়ারি১৬)- অনলাইন প্রতিবেদনঃ মৌলিক গান দিয়েই শ্রোতাদের মন অনেক আগেই জয় করে নিয়েছেন কণ্ঠশিল্পী পড়শি। তবে এখন পর্যন্ত কোন রবীন্দ্রসঙ্গীতে কণ্ঠ দেওয়া হয়নি তার। সম্প্রতি ‘আমারও পরাণও যাহা চায়’শিরোনামের একটি রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন এই কণ্ঠশিল্পী। নতুনভাবে গানটির সঙ্গীতপরিচালনা করেছেন সন্ধি। গানটির মিউজিক ভিডিও অফিসিয়ালভাবে ইউটিউবে প্রকাশ করার পর দারুণভাবে গানটি গ্রহণ করেছে শ্রোতারা। ৬ দিনের মাথায় প্রায় পৌনে দুই লাখ মানুষ গানটি দেখে ফেলেছে ইউটিউবে। ভিডিওটি নির্মাণ করেছেন রম্য খান। এতে মডেল হিসেবে আছেন পড়শি নিজেই। সঙ্গে আছেন তৌহিদ আবীর রাজকুমার। প্রথমবারের মতো রবীন্দ্রসঙ্গীত গাওয়া প্রসঙ্গে পড়শি বলেন,‘এতোদিন রবীন্দ্রসঙ্গীত করা হয়নি। হঠাৎ করেই মনে হল একটু চেষ্টা করে দেখি। গানটি প্রকাশের আগে বেশ চিন্তিত ছিলাম মানুষ কিভাবে গানটি গ্রহণ করে এটা ভেবে। তবে গানটি প্রকাশের পর অসংখ্য মানুষের সাড়া পেয়েছি। অনেক ভালো লাগছে।’