আন্তর্জাতিক ডেস্কঃ সম্প্রতি চোখের বিভঙ্গে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ১৮ বছর বয়সী মালয়লী অভিনেত্রী প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। রাতারাতি পেয়েছেন তুমুল জনপ্রিয়তা। সেই জনপ্রিয়তাকেই ফের একবার কাজে লাগাতে চাইছে ভারতের বদোদরা পুলিশ।

জানা গেছে, প্রিয়া প্রকাশ ওয়ারিয়রের ছবি ব্যবহার করে এবার ট্র্যাফিক সচেতনতা গড়ে তুলতে চাইছে বদোদরা পুলিশ। প্রিয়ার একটি ছবিকে পোস্টার বানিয়ে সেই সঙ্গে লেখা হয়েছে, ‘‌দুর্ঘটনা ঘটতে পারে চোখের পলকে। তাই সতর্ক হয়ে গাড়ি চালান।’‌ এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে গোটা ভারতে।

এর আগেও বদোদরা পুলিশ সোশ্যাল মিডিয়ায় একাধিক মজার পোস্টার বানিয়ে প্রচার করেছে। সেগুলির মধ্যে গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা না বলার আবেদনও রীতিমতো জনপ্রিয় হয়েছিল।

উল্লেখ্য, বদোদরা পুলিশের আগে মুম্বাই পুলিশ ও বেঙ্গালুরু পুলিশও প্রিয়ার ছবি ব্যবহার করে ট্র্যাফিক সচেতনতা গড়ে তোলার চেষ্টা করেছিল। পাশাপাশি ছিল সাইবার অপরাধ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তোলার প্রয়াস।

 

 

 

 

 

 

B/D/P/N.

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে