সাব্বির হোসাইন, কুমিল্লা: ২০২১-২০২২ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষায় গত বছরের তুলনায় বরুড়ার আগানগর আদর্শ ডিগ্রি কলেজে পাশের হার-জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এ বছর আগানগর আদর্শ ডিগ্রি কলেজে জিপিএ- ৫ পেয়েছে ২ জন শিক্ষার্থী ও পাশের হার ৮৩.৭৫ শতাংশ; যা গত বছর ছিল ৩৯ জন ও পাশের হার ৯৩.৫২ শতাংশ। আগানগর আদর্শ ডিগ্রি কলেজের প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এবার প্রতিষ্ঠানটি থেকে বিজ্ঞান বিভাগ থেকে ১০৮ জন, মানবিক থেকে ১৩৩ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে ৮০ জন পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে পাশ করেছেন ১০৭ জন। অকৃতকার্য হয়েছেন ১ জন, মানবিক বিভাগ থেকে পাশ করেছেন ১০১ জন ও অকৃতকার্য হয়েছে ৩২ জন এবং ব্যবসা শিক্ষা বিভাগ থেকে পাশ করেছেন ৬০ জন ও অকৃতকার্য হয়েছে ২০ জন শিক্ষার্থী। মানবিক ও ব্যবসা শিক্ষা বিভাগে কোনও জিপিএ-৫ না থাকলেও বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছেন ২ জন শিক্ষার্থী। এদিকে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী ছিলেন ৯২ জন; যার মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩১ জন, অকৃতকার্য হয়েছেন ৪ জন শিক্ষার্থী। মানবিক বিভাগে ১৪২ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন ও অকৃতকার্য হয়েছে ২০ জন শিক্ষার্থী। ব্যবসা শিক্ষা বিভাগে ৬৫ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫ জন, অকৃতকার্য হয়েছে ১ জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থী ২৯৩ জনের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩৯ জন; অকৃতকার্য হয়েছে ২৫ জন শিক্ষার্থী। আগানগর আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, যে আশা নিয়ে দূর-দূরান্ত থেকে শিক্ষার্থীরা আমাদের কলেজে ভর্তি হয়, আমরা চেষ্টা করি নির্বিঘ্ন পরিবেশে পড়াশোনা করাতে। এবার আমাদের উচ্চ মাধ্যমিক ফলাফল মোটামুটি হয়েছে। আগামী বছর গুলোতে আরও ভালো ফলাফল করবে এই আশায় ব্যক্ত করেছেন।