বিডি নীয়ালা নিউজ(৯ই মার্চ১৬)–অনলাইন প্রতিবেদনঃ বাংলাদেশ থেকে আরো বেশি শ্রমিক নেবার কথা জানিয়েছেন কয়েক ঘন্টার সফরে আসা সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাতের সময় বাংলাদেশ থেকে আরো শ্রমিক নেয়ার ব্যাপারে সৌদি সরকারের আগ্রহের কথা জানান মি: জুবেইর।
মঙ্গলবার মাত্র তিন ঘন্টার জন্য ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর।
সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরে নেমে তিনি সোজা চলে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়ে, বাংলাদেশ থেকে শ্রমিক নেয়ার আগ্রহের পাশাপাশি শ্রমিকদের সঠিক প্রশিক্ষণের উপর গুরুত্ব দিয়েছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।
সম্প্রতি সৌদি আরবে কর্মরত বহু বাংলাদেশী শ্রমিক তাদের কাগজপত্র বৈধ করার সুযোগ পেয়েছেন।
তবে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফরে সন্ত্রাস প্রতিরোধে একত্রে কাজ করার বিষয়ে আলাপ হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।
কয়েক মাস আগে সৌদি নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী একটি জোটে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়ে শোনা গেছে।
বাংলাদেশ এরকম জোটে কিভাবে অংশ নেবে সেটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।
সেই প্রেক্ষিতে এরকম একটি জোট ঘোষণার পর সৌদি আরবের কোনো মন্ত্রীর এটাই প্রথম ঢাকা সফর।
পররাষ্ট্রমন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, সন্ত্রাস দমনে দু’দেশের সহযোগীতা প্রসঙ্গে আলাপের সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি তাঁর সরকারের জিরো টলারেন্সের কথা
সূত্রঃ বিবিসি বাংলা ।