boishakhi-mela

বিডি নীয়ালা নিউজ(১৩ই এপ্রিল১৬)-অনলাইন প্রতিবেদনঃ  রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে বিসিক ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে আয়োজিত গ্রামীণ আদলে চলছে বৈশাখী মেলা।

গতকাল বৃহস্পতিবার ১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

চারু ও কারু এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের পণ্য নিয়ে গ্রামীণ আদলের এ বৈশাখী মেলায় কাঠ,মাটি, বাঁশের তৈরি দৃষ্টি নন্দন ভাস্কর্য,ফুল-পাখি,সঙ্গীতের অনুষঙ্গ- সবই পাওয়া যাচ্ছে। রয়েছে গ্রামীণ ঘর-গৃহস্থালির কাজে নিত্য ব্যবহার্য কুলা,চালুন,ঝাঁকা-পাখাসহ হাতে তৈরি নানা রকম সব পণ্য। রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় দেড়শো উদ্যোক্তা তাদের তৈরি নানা ধরণের পণ্যের পসরা সাজিয়েছেন। উৎসবের আমেজে নিজেদের পণ্য বিক্রি করতে গিয়ে প্রতিক্রিয়ায় তারা জানান মেলা শেষ হয়ে যাবার পরও পণ্যের বিক্রিতে মেলার প্রভাব থাকে।

রাজধানীতে এমন সব গ্রামীণ পণ্য পেয়ে বেশ খুশি দর্শনার্থীরা। বললেন, শেকড়ের সন্ধান পাওয়া যায় প্রায় চার দশক ধরে আয়োজিত এই বৈশাখী মেলায়। মেলার উদ্বোধনকালে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন,দেশে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ক্ষুদ্র ও কুটির শিল্প। ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রশিক্ষণ দেওয়া, তাদের পণ্য দেশে-বিদেশে বাজারজাতকরণসহ বিভিন্ন পর্যায়ে সহায়তা করতে কাজ করা হচ্ছে। জাতীয় স্বার্থেই এই শিল্পের প্রসারে কাজ করছে সরকার।

মেলা উদ্বোধনের পরে দেশের ৬ জন শ্রেষ্ঠ কারু শিল্পীকে পুরস্কার প্রদান করেন শিল্পমন্ত্রী। তারা হলেন-শ্রেষ্ঠ ‘কারুরত্ন’ শিল্পী (মৃৎশিল্পী) রাজশাহীর সুশান্ত কুমার পাল, নোয়াখালীর হালিমা আক্তার আঁখি (পুতুল শিল্পে), নারায়ণগঞ্জের রফিকুল ইসলাম (কাঠ শিল্পে), বান্দরবানের জিং বেওমর লনচেও (বস্ত্রশিল্পে), সোনারগাঁয়ের আবুল কাসেম (জামদানী), ‘কারু গৌরব’ বান্দরবনের কাসি চন্দ্র ত্রিপুরা (কাঠ)।

সূত্র : সময় টিভি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে