ডেস্ক রিপোর্টঃ জেলার ডিমলা উপজেলায় তিস্তার নদীর বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে নগদ ২ লাখ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
আজ বুধবার বিকালে ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার এসব অর্থ বিতরণ করেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বন্যায় উপজেলার সাতটি ইউনিয়নের ৪৭টি পরিবারের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে অন্যান্য ত্রাণ ছাড়াও নগদ ৫ হাজার টাকা করে প্রদান করা হয়েছে। এসময় খালিশা চাপানী ইউনিয়নের পূর্ববাইশপুকুর গ্রামে সাপের কামড়ে মারা যাওয়া গৃহবধু মোর্শেদার (৩০) পরিবারকে ১০ হাজার টাকা প্রদান করা হয়।
অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন- খালিশাচাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, ঝুনাগাছচাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম।
প্রকৌশলী ফেরদৌস আলম জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত ৪৭ টি পরিবারের মধ্যে ঝুনাগাছচাপানি ইউনিয়নে ৪১টি, খালিশাচাপানি ইউনিয়নের ৪টি ও পূর্ব ছাতনাই ইউনিয়নে ৩টি পরিবার রয়েছে।

বাসস

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে