বিডি নীয়ালা নিউজ(১৬ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ ম্যাসাচুসেটস ইন্সটিউট অব টেকনোলজির (এমআইটি) গবেষকরা লিথিয়াম আয়ন ব্যাটারির বিকল্প হিসেবে কোন ধরণের বিষাক্ত উপাদান ছাড়া নতুন ব্যাটারি বানানোর উন্নত প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। বিকল্প শক্তির উৎস হিসেবে ব্যবহৃত হবে কার্বন ন্যানোটিউবস।
নতুন এই প্রক্রিয়ায় কার্বন ন্যানোটিউবসের তারগুলো তাপশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রুপান্তর করতে মাত্র ১ শতাংশ শক্তি ব্যয় করে।
তবে এই ব্যাটারি থেকে উৎপাদিত শক্তি সাধারণ ব্যাটারির চেয়ে ১০ হাজার গুণ শক্তিশালী। চিনি ছাড়াও অন্যান্য দাহ্য পদার্থগুলোতে দক্ষতা আরও উন্নতি করতে পারে।
গবেষক দল বর্তমানে প্রমাণ করেছেন তারের সাহায্যে শক্তি প্রাপ্ত ব্যাটারি গুলো দিয়ে এলইডি বাল্বে ব্যবহার করা যেতে পারে। কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে লিথিয়াম ব্যাটারি বানাতে আরও সময়ের প্রয়োজন। এই প্রযুক্তি নতুন ক্ষুদ্র ডিভাইসগুলোতে ব্যবহার করা যাবে।
তবে শিগগিরই এর উন্নত সংস্করণ বা বিদ্যুৎ শক্তি সঞ্চয়ের উৎস হিসেবে ব্যবহৃত হবে। যেখানেই তাপ শক্তি থাকবে সেখান থেকেই কার্যকর বিদ্যুৎ শক্তি রুপান্তর করা যাবে এই ব্যাটারির মাধ্যমে।