trump

বিডি নীয়ালা নিউজ(২ই মে১৬)-আন্তর্জাতিক প্রতিবেদনঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে রিপাবলিকান দলের মনোনয়নপ্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে ‘ধর্ষণ’ করার অভিযোগ করেছেন।

চীনের বাণিজ্যনীতির সমালোচনা করতে গিয়ে একথা বলেন মি. ট্রাম্প।

ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এক সমাবেশে দেয়া বক্তব্যে তিনি চীন “বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় চুরি” -র জন্য দায়ী বলে মন্তব্য করেন।

কোটিপতি ব্যবসায়ী মি. ট্রাম্প দীর্ঘদিন যাবত চীনের বিরুদ্ধে রপ্তানি বাড়ানোর উদ্দেশ্যে মুদ্রা বিনিময়ে কারসাজির অভিযোগ করে আসছেন।

তিনি বলেন, এর ফলে যুক্তরাষ্ট্রের শ্রমিক এবং ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে।

“চীনকে আর আমাদের দেশকে ধর্ষণ করতে দেয়া যাবে না। আমরা সেটা করতে দিচ্ছি।” রোববার সমাবেশে বলেন মি. ট্রাম্প।

নির্বাচনী ইশতেহারে ” যুক্তরাষ্ট্রের ব্যবসা এবং শ্রমিকদের প্রতিযোগিতার স্বার্থে চীনের সাথে আরো ভালো সমঝোতার” আশ্বাস দিয়েছেন মি. ট্রাম্প।

এই প্রথমবার চীনের সাথে বাণিজ্য বিষয়ে ‘ধর্ষণ’ শব্দটি ব্যবহার করলেন ডোনাল্ড ট্রাম্প। তবে নিয়মিতভাবেই প্রচারণায় এধরণের বিতর্কিত মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার রিপাবলিকান দলের একটি সম্মেলনে যোগ দিতে গেলে বিক্ষোভকারীদের কারণে তাকে পেছনের দরজা দিয়ে প্রবেশ করতে হয়।

অভিবাসন বিষয়ে তার দৃষ্টিভঙ্গির কারণে বিক্ষোভকারীরা সেখানে জড়ো হয়। মি. ট্রাম্প মেক্সিকোর সাথে একটি সীমান্ত দেয়াল তৈরির বিষয়ে বদ্ধপরিকর এবং তিনি মেক্সিকানদের ‘ধর্ষণকারী’ বলেও আখ্যায়িত করেছেন।

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে