বিডি নীয়ালা নিউজ(২৪ই জুলাই ২০১৬ইং) আসাদুজ্জামান সুজন,নীলফামারী প্রতিনিধিঃ জঙ্গীবাদের ঠাঁই বাংলাদেশে হবে না মন্তব্য করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
আসাদুজ্জামান নুর বলেছেন, জঙ্গীদের মুল হোতাদের বের করা হবে। জঙ্গীবাদ দমনে
রাজনৈতিক, সামাজিক ভাবে সম্বনিত ভাবে ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হতে হবে।
শনিবার দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরয়ামে যুবলীগের জঙ্গীবাদ বিরোধী
গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রী বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে জামায়াত-শিবির যুবকদের মাথা
ওয়াশ করে জঙ্গী তৈরি করছে। তাদেরকে দিয়ে মানুষ হত্যা করছে। যেটা করা হয়েছিলো
মহান মুক্তিযুদ্ধের সময়।
বিএনপি’র ঐক্যের আহবান প্রত্যাখ্যান করে নুর বলেন, বিএনপি’র মদদে জামায়াত দেশে
জঙ্গীবাদ ও সন্ত্রাস চালাচ্ছে। বিএনপির কারণে শান্তিপ্রিয় বাংলাদেশে উগ্রবাদ,
সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে।
জঙ্গীবাদ রুখতে নেতা-কর্মীদের সজাগ থাকার আহবান জানিয়ে সংস্কৃতি মন্ত্রী বলেন,
শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপর ভর করে নয়, নিজেরা সচেতন হলে সমাজ থেকে
মানুষরুপী এই দানবদের প্রতিহত করা সম্ভব।
“ জঙ্গী-জামাত একই জাত, রুখবো এবার জঙ্গীবাদ” শীর্ষক সমাবেশে সভাপতিত্ব করেন
জেলা যুবলীগ সভাপতি অ্যাড. রামেন্দ্র বর্ধন বাপ্পী।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি
হিসেবে জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, যুবলীগের কেন্দ্রীয়
সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, উপ-ক্রীড়া সম্পাদক হাসিবুর রহমান পবন,
সহ-সম্পাদক হাসিবুর রহমান বাচ্চু ও কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন
বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে আসাদুজ্জামান নুরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন
সড়ক প্রদক্ষিণ করে।