ডেস্ক রিপোর্টঃ রাজধানীর বিমানবন্দরে সড়কে বাসচাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহতরা শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থী ছিলেন। এদের একজনের নাম আবদুল করিম, আরেকজনের নাম দিয়া। তবে হাসপাতালে নেওয়ার পর আরেকজনের মৃত্যু ঘটেছে বলে একটি সূত্র জানায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকের পক্ষ থেকে এখনো মৃত্যুর ঘোষণা আসেনি।
আজ রবিবার দুপুরে ক্যান্টনমেন্ট থানাধীন বিমানবন্দর সড়ক এলাকায় রেডিসন ব্লু হোটেলের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। ডিএমপির ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক সাংবাদিকদের জানান, এ ঘটনায় আরো ১৪ জন আহত হয়েছেন। জাবালে নূর পরিবহনের একটি বাস তাদের ধাক্কা দেয়। আহতদের কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রতক্ষদর্শীদের ভাষ্য মতে, বিমানবন্দর সড়কের বাঁপাশে দাঁড়িয়ে ছিলেন শিক্ষার্থীরা। এ সময় দ্রুতগতিতে আসা জাবালে নূর পরিবহনের ওই বাস নিয়ন্ত্রণ হারিয়ে শিক্ষার্থীদের চাপা দেয়। এতে ওই ১৪ জন আহত হন। এদিকে দুর্ঘটনার পর রাস্তা অবরোধ করে যানবাহন ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার ডিউটি অফিসার এএসআই আজিজুর রহমান জানান, দুজন শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা গেছেন। এখানে প্রায় ১০টি বাস ভাংচুর করা হয়েছে।
K/K/N.