বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক তাদের সহযোগিতা অব্যাহত রাখবে বাংলাদেশে। যৌক্তিক সব প্রকল্পে তাদের অংশীদারিত্ব থাকবে—এমন তথ্য জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। রোববার (১৮ আগস্ট) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা জানান, বাজার ব্যবস্থাপনায় গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। সরকারি-বেসরকারি পেশাজীবীরা যাতে ভালোভাবে জীবনধারণ করতে পারেন, সে ব্যাপারে উদ্যোগ নেয়া হচ্ছে। সমহারে সুবিধা প্রদানের বিষয়টি পর্যালোচনা করে দেখা হবে।
তিনি বলেন, সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ তৈরি হয়েছে। তা কমিয়ে আনার চেষ্টা চলছে। এজন্য বাংলাদেশ ব্যাংকেরও উদ্যোগ থাকবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এলডিসি গ্র্যাজুয়েশনের বিষয়ে অন্য মন্ত্রণালয় ও বিভাগগুলোর সাথে আলোচনা করা হবে।
Jam/u