মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় হওয়ায় সারাদেশে বৃষ্টি কমেছে। চলতি সপ্তাহের বাকি দিনগুলোতেও সব বিভাগেই বিচ্ছিন্নভাবে কম-বেশি বৃষ্টিপাত হতে পারে। এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। তবে আগামী সপ্তাহে বৃষ্টির প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির জানিয়েছেন, এই সপ্তাহের বাকি দিনগুলোতে বৃষ্টিপাত কম হতে পারে। সেই সঙ্গে এসময় দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। ফলে যেসব এলাকায় বৃষ্টিপাত কম থাকবে, সেসব এলাকায় গরম বেশি অনুভূত হতে পারে। আগামী সপ্তাহের দিকে বৃষ্টি বাড়তে পারে।

বুধবার ও বৃহস্পতিবারের আবহাওয়ার পূর্বাভাস জানিয়ে তিনি বলেন, এই দুইদিন খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

এদিকে গতকাল সারাদেশে সর্বোচ্চ ৮৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজার জেলায়। সর্বোচ্চ ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রাজশাহীর ঈশ্বরদীতে।

Jag/N

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে