বিডি নীয়ালা নিউজ(২১ই ফেব্রুয়ারী১৬)-যশোর প্রতিবেদনঃ যশো্রের কেন্দ্রীয় শহীদ মিনারে বোমা বিস্ফোরণে ঘটনা ঘটেছে।
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে যশোর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’গ্রুপের মধ্যে গোলাগুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
গতকাল রাত ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে সদর আসনের এমপি কাজি নাবিল আহমেদ এবং সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
তবে কেউই হতাহত হয়নি।
এই ঘটনায় উপস্থিত জনগণ উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। একুশের প্রথম প্রহরেই এই ঘটনা ঘটে।
যশোর পুলিশের মুখপাত্র সহকারী পুলিশ সুপার (এএসপি) সাফিন মাহমুদ বলেন, ফুল দেওয়া শুরু হওয়ার পর বোমার বিস্ফোরণ ঘটে। এ সময় মানুষ আতঙ্কিত দৌড়াদৌড়ি শুরু করে। এ সময় পরিস্থিতি উত্তেজিত হলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে। তবে এসব ঘটনায় কেউ আহত হননি। এ ঘটনায় কিছুক্ষণ ফুল দেওয়া বন্ধ থাকলেও পরে ফুল দেওয়া শুরু হয়।