বিডি নীয়ালা নিউজ(২৩ই মার্চ১৬)-অনলাইন প্রতিবেদনঃ বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ ও ভারত থেকে বিদ্যুৎ বিনিময় চুক্তি ঐতিহাসিক ঘটনা বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বুধবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সে তিনি আরও বলেন, আধুনিক বিজ্ঞানের কারণে বিদ্যুৎ ও ব্যান্ডউইথ বিনিময় চুক্তির শুভ উদ্বোধনী ভিডিও কনফারেন্সের মাধ্যমে করা সম্ভব হয়েছে। এটা দুই দেশের জন্য ঐতিহাসিক ঘটনা, এতে আমরা আনন্দিত।’
এ সময় ত্রিপুরা-কুমিল্লা আন্তঃদেশীয় বিদ্যুতের গ্রিড সংযোগ ও বাংলাদেশ-ত্রিপুরা ইন্টারনেট ব্যান্ডউইথ রফতানি কার্যক্রম উদ্বোধন করা হয়।
মোদি বলেন, ‘আজকে দুই দেশের বিদ্যুৎ ও ব্যান্ডউইথ বিনিময় সারা বিশ্ব দেখবে। এতে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও মজবুত হবে। দুই দেশের প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ধরনের অনুষ্ঠান উদ্বোধন করেছেন, আমার দৃষ্টিতে এটা ঐতিহাসিক ঘটনা।’
আগামী ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষেও সমস্ত ভারতবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান ভারতের প্রধানমন্ত্রী।
তিনি আরও বলেন, ‘মহাকাশেও ভারত বাংলাদেশের সঙ্গে থাকতে চায়। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপনেও ভারত বাংলাদেশের পাশে থাকবে। সড়ক, পানি ও ডিজিটাল দুনিয়ায় প্রবেশের ক্ষেত্রে ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে ঠিক সে সম্পর্ক মহাকাশেও থাকবে।’