নিজেস্ব প্রতিনিধি: ‘উদার আকাশ’ আজীবন সম্মাননা-২০১৭, ‘ভারত-বাংলাদেশ মৈত্রী’ সম্মাননা-২০১৭, ‘অভিযাত্রী’ সাহিত্য সংস্কৃতি বিশেষ সম্মাননা লাভ এবং ‘প্রয়াস’ ও ‘আড্ডার আটচালা’ সাহিত্য সংগঠন কর্তৃক সংবর্ধিত হলেন বহুমাত্রিক লেখক, বাংলাদেশ লেখক পরিষদ’র সভাপতি ও বাংলাদেশ ও ভারতে প্রকাশিত দুই শতাধিক বইয়ের লেখক সৈয়দ মাজহারুল পারভেজ।

১৪ নভেম্বর ২০১৭ সকালে কলকাতায় পৌঁছান সৈয়দ পারভেজ। এদিন বিকেলে তিনি কলকাতার আইসিসিআর-এ ‘উদার আকাশ’ আজীবন সম্মাননা-২০১৭, ‘ভারত-বাংলাদেশ মৈত্রী’ সম্মাননা-২০১৭ গ্রহণ করেন। একই অনুষ্ঠানে সঙ্গীতকার কবীর সুমন ‘গৌরকিশোর ঘোষ’ সম্মাননা লাভ করেন। পশ্চিম বাংলার উদার আকাশ সম্পাদক ফারুক আহমেদ ও বাংলাদেশের অবাক পৃথিবী সম্পাদক মো: জহিরুল ইসলাম খোকন এর যৌথ আয়োজনে গঙ্গা-পদ্মা সাহিত্য-সৌহার্দ্য-র মধ্য দিয়ে ‘ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব-২০১৭’ কলকাতার আইসিসিআর-এ সত্যজিৎ রায় অডিটোরিয়ামে প্রখ্যাত সংগীতকার ও সাবেক সাংসদ কবীর সুমনকে সাথে নিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করবেন পশ্চিম বাংলার মন্ত্রী জাকির হোসেন, সাবেক মন্ত্রী ড. আব্দুস সাত্তার, সাবেক সাংসদ ও দৈনিক ‘কলম’-এর সম্পাদক আহমদ হাসান ইমরান, দৈনিক স্টেটসম্যান সম্পাদক দৈনিক স্টেটসম্যান-এর সম্পাদক শেখ সদর নইম, সাপ্তাহিক বর্তমান-এর সম্পাদক জয়ন্ত দে, কল্যাণী কাজীসহ আরো অনেক ঋদ্ধজন। একই অনুষ্ঠানে সৈয়দ মাজহারুল পারভেজ ‘ভারত-বাংলাদেশ মৈত্রী’ সম্মাননা-২০১৭ লাভ করেন। আহমদ হাসান ইমরান এ সম্মাননাটি সৈয়দ পারভেজ-এর হাতে তুলে দেন। তিনি এ সম্মাননা দেয়ায় উদার আকাশ ও অবাক পৃথিবীর সকলকে তাকে সম্মান জানানোয় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ১৫ নভেম্বর প্রবল বৃষ্টিপাতের মধ্যেও সৈয়দ পারভেজ কলকাতার নন্দনে অনুষ্ঠিত বাংলাদেশ বইমেলায় উপস্থিত থাকেন। ১৭ নভেম্বর সৈয়দ পারভেজকে সম্মান জানায় হাওড়ার রাজারামতলার নন্দী পাড়ার ‘প্রয়াস’ সাহিত্য পত্রিকা ও সংগঠন। তারা এক মনোজ্ঞ সাহিত্য অনুষ্ঠানেরও আয়োজন করে। অরূপম মাইতি চমৎকার উপস্থাপনায় এ অনুষ্ঠানে কবি ও সম্পাদক রবীন্দ্রনাথ চক্রবর্তী, কবি আবদুস শুকুর খান, কবি ও অনুবাদক অলোক বসু, শিখা মাইতি, তাপস চক্রবর্তী, দেবাশিষ ভট্টাচার্য, তন্ময় দেবনাথ, আশিষ বন্দ্যোপাধ্যায়, প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়, শ্রমণ চট্টোপাধ্যায়, সুবীর সেন, বিচিত্রা সেন, নন্দিনী মজুমদার, শক্তি শঙ্কর সামন্ত, অমিত গলুই ছাড়াও আরো অনেকে উপস্থিত ছিলেন। কবি অরুপম মাইতির উদ্যোগে এ চমৎকার অনুষ্ঠানটি আয়োজিত হয়। এ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করায় সৈয়দ পারভেজ কবি দম্পতি অরূপম মাইতি ও শিখা মাইতিসহ প্রয়াসের সকলকেও ধন্যবাদ জানান। ১৮ নভেম্বর সৈয়দ পারভেজ উ. চব্বিশ পরগণার ঠাকুরনগরে খ্যাতিমান কবি তীর্থঙ্কর মৈত্র’র বাড়িতে ‘আড্ডার আটচালা’ আয়োজিত এক সংবর্ধনা ও গল্প-কবিতা পাঠের অনুষ্ঠানে যোগ দেন। কথাসাহিত্যিক ও সম্পাদক অমিত বিশ্বাস এর চমকার উপস্থাপনায় এ অনুষ্ঠানে উ. চব্বিশ পরগণার খ্যাতিমান কবি-লেখক ও সম্পাদকবৃন্দ কবি দম্পতি তীর্থঙ্কর মৈত্র ও গৌরী মৈত্র, কবি দেবাশিস রায় চৌধুরী, জিৎ পাল, তমাল বন্দ্যো পাধ্যায়, কবি দেবাশিস বিশ্বাস, কবি কিশোলয় ঠাকুর, শিবেন মজুমদার, কবি রাহুলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এটি ছিল একটি প্রাণবন্ত অনুষ্ঠান। ১৯ নভেম্বর হাওড়ার জিগাছিতে অগ্রজ কবি ও সম্পাদক রবীন্দ্রনাথ চক্রবর্তীর আয়োজনে অভিযাত্রী পত্রিকার ৩২ বছর পূর্তি অনুষ্ঠানে সৈয়দ পারভেজকে বিশেষ সম্মাননা দেয়া হয়। সম্মাননা পান কবি ও সম্পাদক কবি ও সম্পাদক শ্যামল মুখোপাধ্যায়, উজ্জ্বল বন্দোপাধ্যায়, কবি সুশীল পাঁজা, কবি দীননাথ চক্রবর্তী, কবি আশিস বন্দোপাধ্যায়। ঋদ্ধলেখক দিলীপ বসুর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রবীন্দ্র পুরস্কারপ্রাপ্ত কবি পবিত্র মুখোপাধ্যায়, প্রাবন্ধিক প্রণবানন্দ মুখোপাধ্যায়।

আরো উপস্থিত ছিলেন কবি অমিতাভ ভট্টাচার্য, কবি অজিত বাইরি, কবি আবদুস শুকুর খান, কবি দম্পতি অরূপম মাইতি ও শিখা মাইতি, কবি রানা চট্টোপাধ্যায়, কবি ব্রত চক্রবর্তী, কবি ব্রত বন্দোপাধ্যায়, কবি শক্তিশংকর সামন্ত, কবি অমিত গোলুই, তাপস চক্রবর্তী, দেবাশিষ ভট্টাচার্য, তন্ময় দেবনাথ, শ্রমণ চট্টোপাধ্যায়, কবি বেবী মণ্ডলসহ শতাধিক কবি-লেখক-সম্পাদক ও প্রাবন্ধিক। সৈয়দ পারভেজ এ অনুষ্ঠানগুলোতে তাকে সম্মাননা প্রদান করায় সবাইকে ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে