সাব্বির আলম বাবু, ভোলাঃ ভোলায় মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিসারিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ এর আওতায় ৩ মাস ব্যাপী মৎস্যজীবী পরিবারের বেকার যুবদের দক্ষতা উন্নয়নে ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স বিষয়ক ৩ মাসব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন মঙ্গলবার করা হয়েছে। জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতায়, মৎস্য অধিদপ্তর ও সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) প্রশিক্ষণ বাস্তবায়ন করছে। প্রশিক্ষণের উদ্বোধন করেন জন উন্নয়ন টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউটের চেয়্যারম্যান জাকির হোসেন মহিন। বক্তব্য রাখেন, পরিচালক এডভোকেসি, ট্রেনিং এন্ড কমপ্লায়েন্স হুমায়ুন কবীর, ইনস্টিটিউটের অধ্যক্ষ সাধন কুমার পাল, প্রশিক্ষণে ভোলা, বরিশাল, পটুয়াখালি ও বরগুনার ২৫ জন জেলে পরিবারের সদস্য অংশ নেয়।