বিডি নীয়ালা নিউজ(২৩জানুয়ারি১৬)- ঢাকা প্রতিনিধিঃ প্রধানমন্ত্রী চাইলে জাতীয় পার্টি মন্ত্রিপরিষদ থেকে বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ দুপুরে বনানী কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। এরশাদ বলেন, আওয়ামী লীগ তার নিজের প্রয়োজনে, নির্বাচনের প্রয়োজনে জাতীয় পার্টিকে শক্তিশালী করবে। এরশাদ বলেন, প্রধানমন্ত্রী আমাকে সম্মানীত করেছেন। এখন হুট করে আলোচনা ছাড়া পদ ছেড়ে দিতে পারি না। আমরা আশা করি দলের স্বার্থে প্রধানমন্ত্রী আমাদের সহযোগিতা করবেন। তিনি বলেন, জাতীয় পার্টি রাজনীতি পরিষ্কার করা দরকার। একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। দলে একতা জরুরি। জাতীয় সংসদে দেয়া বক্তব্যে জাতীয় পার্টির এমপিরা সরকারের প্রশংসা করার প্রসঙ্গ টেনে এরশাদ বলেন, এমপিরা সরকারের যেভাবে প্রশংসা করেছেন এতে সরকারই লজ্জা পেয়েছে। তিনি বলেন, জিএম কাদেরকে জনগণের কাছে পাঠিয়েছি। জনগণ আমার চেয়ে তাকে বেশি গ্রহণ করেছে। সভায় জিএম কাদের, এবিএম রুহুল আমিন হাওলাদার, আবু হোসেন বাবলা প্রমুখ উপস্থিত ছিলেন।