কাওছার হামিদ, কিশোরগঞ্জ, নীলফামারী: শনিবার বিকাল ৪টায় ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর রংপুর সমিতির উদ্যোগে কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নের উত্তর পাড়ায় ২শত হতদরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, মাগুড়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জয়নাল আবেদিন মজনু , ময়মনসিংহ কৃষি বিশ্ব বিদ্যালয়ের প্রফেসর ও বৃহত্তর রংপুর সমিতির সভাপতি ড. মোঃ আজহারুল ইসলাম, প্রফেসর ও সাধারণ সম্পাদক ড. বিপ্লব কুমার শাহ, যুগ্ম সম্পাদক মাহবুবুল আজম, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম,সদস্য আরমান,লিমন,শাওন, সাইদ ও কাকন প্রমূখ। আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল আজিজ, মাগুড়া ইউপি চেয়ারম্যান ও জাতীয় পার্টি মাগুড়া ইউনিয়ন শাখার সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান মিঠু প্রমূখ। জানাগেছে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়স্থ সংগঠন বৃহত্তর রংপুর সমিতিটি শিক্ষক/ছাত্র/ছাত্রী নিয়ে গঠিত। এই সমিতি বিভিন্ন সময় প্রকৃতিক দূর্যোগ বন্যা কবলিত মানুষসহ বিভিন্ন সামাজিক কাজে সহযোগিতা করে আসছেন। প্রতি বছরের নেয় এবারেও মোট ২৩৫০ জন হত-দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।